আহত বানরদের চিকিৎসা দিতে আইনী নোটিশ (ভিডিও)

বাংলাদেশের ময়মনসিংহের বনাঞ্চলে বিদ্যুত-স্পৃষ্ট হয়ে ঝলসে যাওয়া একটি বানর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ময়মনসিংহের ফুলবাড়িয়ার বনাঞ্চলের জাতীয় উদ্যানের ভেতরে সঞ্চালিত হওয়া পল্লী বিদ্যুতের কাভারবিহীন তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত-নিহত হচ্ছে অসংখ্য বানর। এ ঘটনায় গেল কয়েকদিন ধরেই বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে দেশব্যাপী চলছে সমালোচনা।

এ ঘটনায় বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণী রক্ষায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ এবং আহত প্রাণিকুলের সু”চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রাণী সংরক্ষণে কাজ করা সংস্থা প ফাউন্ডেশন।

পাশাপাশি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বনবিভাগকেও আইনি নোটিশ পাঠিয়েছে প ফাউন্ডেশন। সংস্থাটির পক্ষে আইনি নোটিশ প্রেরণ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

নোটিশে উলে­খ করা হয়, ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলের জাতীয় উদ্যানের ভিতর দিয়ে পল্লী বিদ্যুতের আবরণহীন বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অসংখ্য বানর আহত-নিহত হচ্ছে। খবরটি গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোন সন্তোষজনক পদক্ষেপ নেয়নি। এতে বানরসহ জাতীয় উদ্যানটির অন্য বন্যপ্রাণীও হুমকির মুখে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সন্তোষপুর বনাঞ্চলের ভিতর দিয়ে বিদ্যুতের সরবরাহ বন্ধ করাসহ দ্রুত অন্যত্র অপসারণ করতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আইনী নোটিশ দেয়া হয়। সেইঙ্গে ২৪ ঘন্টার মধ্যে আহত বানরদের উদ্ধার করে সু:চিকিৎসা ও পুন:র্বাসনের জন্য বনবিভাগকেও আইনী নোটিশ দেয় প ফাউন্ডেশন।