পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এমটিবি জাতীয় পরিবেশ অলিম্পিয়াড। জাতীয় অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
এ আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কনজারভেশন মিডিয়া বেঙ্গল ডিসকাভার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও ইংরেজি দৈনিক দ্যা ডেইলি অবজারভার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবেশবিদ সোসাইটির শিক্ষা ও পেশাগত উন্নয়নের পরিচালক এফ এম আশরাফুল আলম। তিনি জানান, অলিম্পিয়াডে আঞ্চলিক পর্যায়ে অনলাইনে প্রতিযোগিতা হবে ২১ জুলাই। রাজধানীর আগারগাঁওয়ের ইন্সটিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৯ জুলাই। ওই দিনই বিকালে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে। পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার।
আশরাফুল আলম বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। এজন্য নিবন্ধন করতে শিক্ষার্থীদের। নিবন্ধনের লিংক: https://forms.gle/QAiMC6frUKxTuvpk9
অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়, বিশ্ব পরিবেশ দিবস (১৯৭২-২০২৩), রিও আর্থ সামিট, জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা, বাংলাদেশ প্রচলিত পরিবেশ আইন ও নীতিমালা, নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ব্লু ইকোনমি এবং ক্লাইমেট স্মার্ট সিটি, প্রাকৃতিক দুর্যোগ, ও দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বাংলাদেশ, পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ-বায়ু, পানি, নদী, শব্দ, প্লাস্টিক, বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশগত হুমকি ও গৃহীত পদক্ষেপ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। আমাদের পরিবেশও দরকার, উন্নয়নও দরকার। পরিবেশ ঠিক রেখে উন্নয়ন করতে হবে। এই অলিম্পিয়াড এসব বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরামর্শক সংস্থা পিডিসিএ ইন্টারন্যাশনাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. জিয়াউর রহমান, পরিবেশবিদ সোসাইটির নির্বাহী পরিচালক আবু জুবায়ের এবং পরিবেশবিদ সোসাইটির প্রশাসন ও অর্থের পরিচালক শেখ আবু জাহিদ।
প্রথম জাতীয় পরিবেশ অলিম্পিয়ার্ডে সহপৃষ্ঠপোষক হিসেবে রয়েছে চেঞ্জ ইনিশিয়েটিভ, পিডিসিএ, অনুসন্ধানী ক্রিডস, সিইআরইএস, পিএসএল, গ্রিনবাড়, সাইকা-শান্তা এসোসিয়েটস, সাসটেইন্যাবল রিসার্স এন্ড কনসাল্ট্যান্সি লিমিটেড (এসআরসিএল), জিপিএডি, এসএটিও, গ্রিন আর্থ টেকনোলজি, বি-এডভ্যান্সি, একিউএমএস ও সাস্টেইন্যাবল এনার্জি সলুশন এন্ড ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট সার্ভিস।