পানির তলদেশে তোলা বছরের সেরা ছবিগুলো

আলোকচিত্রী গ্রেগ লেকোসিয়ের, ২০২০-এর আন্ডারওয়াটার ফটোগ্রাফার পুরস্কার জিতে নেন। ছবিতে হিমায়িত বরফের আবাস, আন্টার্কটিকার একটি হিমশৈলের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভোঁদর।

চলতি বছর সমুদ্র, হ্রদ এবং নদীর তলদেশের ছবি নিয়ে আন্ডারওয়াটার ফটোগ্রাফাররা উদযাপন করছেন পানির তলদেশের আলোকচিত্র প্রদর্শনী। দু:সাহসিকভাবে তোলা সেই ছবিগুলো কয়েকটি বেঙ্গল ডিসকাভারের পাঠকদের জন্য প্রদর্শনী করা হলো।

গেল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিশ্বের ৭০টি দেশের আলোকচিত্রীরা ১৩টি বিভাগে পাঁচ হাজার ৫০০’র বেশি ছবি নিয়ে অংশ নেয় আল্ডারওয়াটার আলোকচিত্র প্রদর্শনীতে। দেখে নিন পানির তলদেশে ধারণ করা সেই ছবিগুলো।

অস্ট্রিয়ার আলোকচিত্রী আনিতা কাইনরথ, হাঙরের নার্সারির ফটোগ্রাফি করে জিতেছেন এ বছরের আন্ডারওয়াটার ফটোগ্রাফার পুরস্কার, ছবিতে বাহামার ম্যানগ্রোভ বেবি লেমন হাঙর।
ইতালীয়ান আলোকাচিত্রী পাস্কেল ভেসেলো। ‘লাস্ট ডন, লাস্ট গাস্প’ শিরোনামে জিতেছেন কনজারভেশন ফটোগ্রাফি অব দ্য ইয়ার। ছবিতে, নেপলসের উপকূলে একটি নৌকার জালে বন্দি একটি টুনা মাছে।
ডেভন থেকে আলোকচিত্রী নিক মোর, জিতেছেন ব্রিটিশ আন্ডারওয়াটার ফটোগ্রাফার অব দ্য ইয়ার। ছবিতে ইন্দোনেশিয়ায় তোলা র‌্যাবিটফিশের জুম ব্লার।
উইম্বলডন থেকে আলোকচিত্রী নার টাকার। ‘কমোশন ইন দ্য ওশান’ শিরোনামে জিতেছেন মোস্ট প্রমিজিং ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার। তুলেছেন সী হর্সের প্যান ছবি।
আলোকচিত্রী জেনা হলোওয়ের মেক্সিকান উপকূলে ফ্লাভিয়া এবারহার্ডেও ফ্রি-ডাইভার সাদা-কালো ক্যাটাগরিতে জিতেছে পুরস্কার।
আলোকচিত্রী রেনে কেপোজোলাও এন্ট্রি ইন দ্য রেক ক্যাটাগরিতে জিতেছে পুরস্কার। ছবিতে ১৯৭৮ সালে সৌদি আরবে একটি জর্জিয় জাহাজের ধ্বসংস্তুপ, যা এখন একটি কৃত্রিম প্রবাল দ্বীপ হিসেবে কাজ করে।
জাপানের কেইগো কাওয়ামুরার ইউনিকর্ন চিংড়ি ছিল ম্যাক্রো ক্যাটাগরিতে।
আলোকচিত্রী আর্থার কিংডন জিতেছেন ব্রিটিশ ওয়াটার ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে। ছবিতে সিলি দ্বীপের সাগরের নীচে ফুলের বাগান।
ট্রেভর রিজের ব্রিটিশ ওয়াটারস ওয়াইড অ্যাঙ্গেল ক্যাটাগরি একটি ছবি।
শেনা কিনার পেলেলিউ দ্বীপে কনজারভেটিভ ক্যাটাগরির একটি শট।