চলতি বছর সমুদ্র, হ্রদ এবং নদীর তলদেশের ছবি নিয়ে আন্ডারওয়াটার ফটোগ্রাফাররা উদযাপন করছেন পানির তলদেশের আলোকচিত্র প্রদর্শনী। দু:সাহসিকভাবে তোলা সেই ছবিগুলো কয়েকটি বেঙ্গল ডিসকাভারের পাঠকদের জন্য প্রদর্শনী করা হলো।
গেল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিশ্বের ৭০টি দেশের আলোকচিত্রীরা ১৩টি বিভাগে পাঁচ হাজার ৫০০’র বেশি ছবি নিয়ে অংশ নেয় আল্ডারওয়াটার আলোকচিত্র প্রদর্শনীতে। দেখে নিন পানির তলদেশে ধারণ করা সেই ছবিগুলো।