উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে ভারত ও বাংলাদেশ উপকূলে সতর্কতা জারি করেছে দু’দেশের আবহাওয়া অফিস। শুক্রবার ভারতের আলিপুর আবহাওয়া অফিস ও ঢাকা আবহাওয়া অধিদপ্তর এ সতর্ক বার্তা জারি করে।
ঢাকা আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটির প্রভাবে বাংলাদেশ উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকেও এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের দিঘা সমুদ্রে জলচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আলিপুর আবহাওয়া অফিস জানায়, ১২ থেকে ১৪ ফুট উঁচু ঢেউ হতে পারে। শনিবার প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় দিঘার সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হতে পারে জানায় আবহাওয়া অফিস। তবে দিঘাতে ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্বাভাসে, লঘুচাপটি ওড়িশা উপকূলের দিকে সরে যাবার সম্ভাবনা রয়েছে।