কাপ্তাই লেকে ছোট মাছ কমানোর নির্দেশ

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই লেক। ছবি: শরীফ সারওয়ার, মেরিন ফটোগ্রাফার, বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই লেকে নিয়মিত কার্প জাতীয় মাছের পোনা ছাড়া হলেও দিন দিন কমছে মাছটির উৎপাদন। এজন্য ছোট মাছের পরিমান ব্যাপক হারে বেড়ে যাওয়াকে দায়ী করছেন মৎস্যবিদেরা। তাই লেকে ছোট মাছ কমানোর নির্দেশ দিয়েছেন মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

আজ বৃহষ্পতিবার ঢাকায় ‘কাপ্তাই-হ্রদে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত ব্যবস্থাপনা এবং মৎস্য চাষ কলাকৌশল’ বিষয়ক এক কর্মশালায় এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

কর্মশালায় মৎস্যবিদেরা উল্লেখ করেন, কাপ্তাই লেকে কার্পজাতীয় মাছের উৎপাদন কমেছে ৮০ শতাংশ। যা আগে ছিল ৮৫ শতাংশ। লেকে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে গুণগতমান সম্পন্ন পোনা ও খাদ্য সরবরাহের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

“ছোট মাছের আধিক্য থাকলে কার্প জাতীয় মাছের বৃদ্ধি সম্ভব নয়। তাই কাপ্তাই লেকে ছোট মাছের সংখ্যা দ্রুত কমাতে হবে, যাতে লেকে খাদ্যের স্টকও বাড়ে,” কর্মশালায় উল্লেখ করেন মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান।

সেইসঙ্গে লেকের অবৈধ মাছ ধরা এবং অবতরণ কেন্দ্রের বাইরে চোরা পথে মাছ সরবরাহরোধ করতে চেকপোস্ট বাড়াতে বিএফডিসিকে নির্দেশও দেন প্রতিমন্ত্রী।

এছাড়া লেকের উৎপাদিত পোনা আবারও লেকে ছাড়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি কাপ্তাই লেকের অভয়াশ্রম এবং অবতরণ কেন্দ্রের সংখ্যা বাড়াতেও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।