জাতীয় নগর নীতির খসড়া পর্যালোচনা

ঢাকা, বাংলাদেশ: বাংলাদেশের দ্রুত নগরায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় নগর নীতি (নাপ)-২০২৫-এর খসড়া পর্যালোচনার জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অংশীদার পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের আয়োজনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, একাডেমিয়া ও এনজিও প্রতিনিধিরা এতে অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার, এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং এবং ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

জাতীয় নগর নীতি-২০২৫: টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা

জাতীয় নগর নীতি-২০২৫ দীর্ঘ গবেষণা ও অংশীদার পরামর্শের ভিত্তিতে প্রণীত হয়েছে, যা টেকসই নগর উন্নয়ন, জলবায়ু অভিযোজন, নগর সমতা ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনাকে অগ্রাধিকার দিচ্ছে। নীতিটি বিশেষভাবে দুর্যোগপ্রবণ শহরগুলোর জন্য সহনশীল অবকাঠামো ও কার্যকর নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে।

নগর উন্নয়নে ইউএনডিপির ভূমিকা

ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাদের এলআইইউপিসিপি প্রকল্প ১৯টি শহরে ৪ মিলিয়নেরও বেশি মানুষের জীবনমান উন্নত করেছে। এছাড়া, সাশ্রয়ী আবাসন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ২,৩০০ প্রান্তিক মানুষকে নিরাপদ ও টেকসই আবাসন সুবিধা প্রদান করা হয়েছে।

ইউএনডিপির প্রকল্পগুলো জলবায়ু সহনশীল অবকাঠামো, নগর দরিদ্রতা হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে। জাতীয় নগর নীতি-২০২৫ বাস্তবায়নে সংস্থাটি প্রযুক্তিগত সহায়তা, নীতিগত পরামর্শ ও নগর গবেষণায় অবদান রাখবে।

অংশীদারদের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা

কর্মশালায় অংশগ্রহণকারীরা নীতির বিভিন্ন দিক পর্যালোচনা করে তা আরও কার্যকর ও বাস্তবসম্মত করার জন্য মতামত দেন। বিশেষজ্ঞরা মনে করেন, অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নীতির সফল বাস্তবায়ন সম্ভব হবে।

স্থানীয় সরকার বিভাগ অংশীদারদের পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নীতিটি দ্রুত চূড়ান্ত করার প্রতিশ্রুতি দেয়।