‘বর্জ্য ব্যবস্থাপনা দক্ষিণ এশিয়ার জন্য চ্যালেঞ্জ’

ছবি: সংগৃহীত

বর্জ্য ব্যবস্থাপনা দক্ষিণ এশিয়ার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সোমবার (১৫ জুলাই) ঢাকায় বিশ্ব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায়এ কথা বলেন তিনি। “বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে কাজ করতে হবে,” উল্লেখ করেন মন্ত্রী।

“আমাদের সবখানেই প্লাস্টিক পণ্য এত বেশি ব্যবহৃত হচ্ছে যা পরিবেশের জন্য ক্ষতিকর। প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মিশে যায় না, দ্রুত পচনশীল নয়- এ কারণে প্লাস্টিক পরিবেশের জন্য হুমকি। তাই বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করতে হবে,”

‘বিশ্ব বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে’ উল্লেখ করে তিনি।

আরো বলেন, সাউথ এশিয়াতে প্রতি বছর প্রায় ৩৩৪ মিলিয়ন টন বর্জ্য উদপাদন হয়, এ বর্জ্য সম্পর্কে সচেতন হতে হবে। অবশ্যই প্লাস্টিকের ব্যবহার বাদ দিয়ে পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করতে হবে।

“আমরা পাট পণ্য ব্যবহার করতে পারি, যা পরিবেশবান্ধব,” জানান তিনি।

রতে পারি, যা পরিবেশবান্ধব,” জানান তিনি।

বর্জ্য ব্যবস্থাপনায় নেয়া পাইলট প্রকল্প সফল হলে তা দেশের সবগুলো সিটি কর্পোরেশনে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

“জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা এবং কৌশলগুলোর আলোকে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিয়েছি আমরা,” মন্তব্য করেন শাহাব উদ্দিন।