
বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা। সোমবার সচিবালয়ে দেশটির এগ্রো-ইন্ডাস্ট্রি বিষয়ক মন্ত্রী লুইস এচেভাহের এক বৈঠকে মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খানকে এ প্রস্তাব দেন। এ সময় দেশটির ছয় সদস্যের প্রতিনিধি দলও উপস্থিত ছিল বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘বাংলাদেশ প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ’ উল্লেখ করে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান বলেন, “এজন্যই আমাদের দেশে বিদেশি মাংস-আমদানির প্রয়োজন নেই।”
“এদেশে সাধারণভাবে বিদেশী গোস্তের আমদানি নিষিদ্ধ থাকলেও চেইনশপসহ ফাইভস্টার হোটেলে বিদেশী অধিবাসীদের জন্য বিদেশী গোস্তের সীমিত অনুমতি রয়েছে মাত্র। এছাড়া আমরা নিজেরাও কিছুকিছু মাংস-রপ্তানির চেষ্টাও করছি,” যোগ করেন আশরাফ আলী।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রাণিসম্পদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন লুইস এচেভাহের। আরজেন্টিনার এগ্রোমন্ত্রী বাংলাদেশের প্রাণিসম্পদের উন্নয়ন ছাড়াও প্রাণিসম্পদের জেনেটিক উন্নয়ন, রোগবালাইরোধে ডিজিজ ম্যানেজমেন্ট, এফএমডিসহ বিভিন্ন টিকা রপ্তানির জন্যও প্রস্তাব দেন। পরে মৎস্য প্রতিমন্ত্রী এসব প্রস্তাবে সাড়া দিয়ে দু’দেশের সম্পর্ক উন্নয়নে জোর দেন।

আরজেন্টিনার প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, বাংলাদেশে নিযুক্ত আরজেন্টিনার রাষ্ট্রদূত ড্যানিয়েল চুবুরু, এগ্রো-ইন্ডাট্রিয়াল মারকেটের যুগ্মসচিব জেসুস সিলভেইরা, টোবিয়াস দে মার্কোস, গুস্তাভো ঈদিগরাস ও মারিয়ানো বেহেরান। বাংলাদেশের পক্ষে ছিলেন মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সুবোল বোস মনি, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মো. রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক।