প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। স্ব স্ব অবস্থানে থেকে প্রত্যেককেই এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আইতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৯ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নিবিড় সবুজের এই দেশ মানবসৃষ্ট বিভিন্ন কারণে আজ ধীরে ধীরে তার সজীবতা হারিয়ে মলিন হয়ে যাচ্ছে। প্রকৃতি ও জীবনের সুস্থতার জন্য মলিন প্রকৃতিতে প্রাণের সঞ্চার ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ভ্যালেরি এ টেইলরকে প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৯ প্রদানের বিষয়ে তিনি বলেন, এই মহিয়সী নারীর মতো বাংলার ১৬ কোটি মানুষ যদি প্রকৃতি সংরক্ষণে সচেতন হতো তবে সেই সবুজ শ্যামল বাংলা ফিরে পেতাম।
এ সময় ইটভাটা, শিল্প কারখানা এবং যানবাহনের মালিকদের পরিবেশ দূষণ রোধে কাজ করার আহবান জানান পরিবেশ মন্ত্রী।