জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনপদ রক্ষার সবুজ বেষ্টনী এখন হুমকির মুখে। বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গেল কয়েক বছরে মারা গেছে নানা প্রজাতির গাছ।
কুয়াকাটা সমুদ্র সৈকতে গড়ে ওঠা ম্যানগ্রোভ ফরেস্ট প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করছে উপকূলকে। তবে এ জলার বন এখন আর ভালো নেই। জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে দেখা মেলে সৈকতের মৃত গাছ।
পরিবেশবিদরা বলছেন, পানির লবনাক্ততা বৃদ্ধি ও তাপমাত্রার তারতাম্যসহ গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান কমে যাওয়ায় গাছ মারা যাওয়ার কারণ হতে পারে।
পটুয়াখালির জেলা প্রশাসক মতিউর রহমার চৌধুরী জানান, গবেষণা করে এ নিয়ে শিগগিরই করণীয় নির্ধারণ করা হবে।
বন বিভাগ জানায়, শ্বাসমূল বালিতে ঢেকে যাওয়ায় গাছগুলো মরে গিয়ে থাকতে পারে। এছাড়া গাছের বয়সজনিত কারণেও মারা যেতে পারে বলে উল্লেখ করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম।
উপকূলের সবুজ-বেস্টনী রক্ষায় গাছ মরে যাবার কারণ অনুসন্ধান করে পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।