উড়ন্ত ডাইনোসরের পেটে মিললো অজানা সরীসৃপ!

ছবি: সংগৃহীত

সম্প্রতি গবেষকেরা হাজার বছর আগের উড়ন্ত ডাইনোসরের পেটে খুঁজে পেয়েছেন নতুন প্রজাতির একটি সরীসৃপ। বিজ্ঞানীরা বলছেন, এটি টিকটিকি প্রজাতির হলেও তবে সম্পূর্ণ আলাদা।

কারেন্ট বায়োলজি ও সাউথ ওয়েস্ট নিউজ সার্ভিসের প্রতিবেদন মতে, মাইক্রোর‌্যাপটর নামে উড়ন্ত ডাইনোসরের গায়ে এবং ডানায় বেশ বড়সড় পালক ছিল। ডাইনোসরটির পেটে সম্পূর্ণ অবস্থায় মিলেছে টিকটিকি প্রজাতিটি। ইন্দ্রের নামে এটির নামকরণ করা হয়েছে ইন্দ্রাসোরাস ওয়াঙ্গি।

ছবি: সংগৃহীত

ধারণা করা হচ্ছে, ডাইনোসর টিকটিকিটিকে আস্তই গিলে খেয়েছিল। তবে শিকারে শুরুতে সরীসৃপটির মাথায় কামড় দিয়ে খাওয়া শুরু করেছিল, যা দেখে উড়ন্ত ডাইনোসরদের খাবারের ধরন সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পেরেছেন গবেষকরা।

নতুন এই গবেষণা নিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, নতুন প্রজাতির সরীসৃপটির দাঁতও মিলেছে। যা থেকে বোঝা যাচ্ছে, এদের খাওয়া ধরন অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। ডাইনোসরটির পেট থেকে সরীসৃপটি আস্ত পাওয়াতে গবেষকদের ধারণা, এরা বেশ সুযোগ-সন্ধানী প্রাণী ছিল।

উল্লেখ্য, এখন থেকে প্রায় ১২২ থেকে ১২৫ হাজার বছর আগে বাস করতো ডাইনোসর, যাদের মাইক্রোর‌্যাপটর বলা হয়। আর এ নিয়ে চতুর্থবারের মতো এদের পেট থেকে আস্ত প্রাণী খুঁজে পাওয়া গেছে, জানিয়েছে চীনা একাডেমি অফ সাইন্সের গবেষকরা।