পনেরো সেকেন্ড কাঁপলো ভারত-বাংলাদেশ

ভূকম্পনের উৎপত্তিস্থলের চিত্র। ছবি: সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে কেঁপে উঠেছে ভারতসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। ভারতীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫৩ মিনিট আর বাংলাদেশ সময় ৩টা ২২ মিনিটে অনুভূত হয় ভূকম্পন। প্রায় ১৫ সেকেন্ডের এ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের আসাম, নাগাল্যান্ড, মেঘালয় রাজ্য এবং ভুটানেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। মৃদু ভূমিকম্পে গুয়াহাটির বাসিন্দারা নিরাপদ আশ্রয় ছুটে যান। তবে এতে হতাহতের কোনও খবর এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৯৯ কিলোমিটার এবং সিলেট থেকে ৩২৯ কিলোমিটার উত্তর পূর্বে অরুণাচল প্রদেশের বমডিলা এলাকায়। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৬.৮ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৩টা ২২ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। আর জার্মান ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিএফজেডের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।