
বাংলাদেশের নদ-নদী, খাল ও প্রাকৃতিক জলাশয়ের প্রায় ৪০ হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আগামী ২৩ শে ডিসেম্বর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রথম পর্যায়ের অভিযান শুরু করতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। বৃহষ্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এজন্য মন্ত্রণালয়ের সচিব কক্ষে পানি সচিব কবির বিন আনোয়ার, মন্ত্রীপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সকল জেলা প্রশাসকদের সাথে একটি ভিডিও কনফারেন্স আয়োজন করা হয়।
এ সময় পানি সচিব কবির বিন আনোয়ার বলেন, পুনরায় দখল রোধে উচ্ছেদকৃত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের কাজ পরিচালিত হবে। পাশাপাশি যেখানে প্রকল্প নেই সেখানে বৃক্ষ রোপণসহ বসার জায়গা নির্মাণ ও স্থানীয়দের বিনোদনের পরিবেশ নিশ্চিত করা হবে।

এছাড়া জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির নেয়া প্রস্তুতি এবং প্রতিবন্ধকতাগুলোর বিষয়ে নির্দেশনাও দেন পানি সম্পদ সচিব।
সম্মেলনে জানানো হয়, এছাড়া প্রত্যেক জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন। অভিযানের যে কোন জটিলতর পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পানি সচিব সহযোগিতার আশ্বাস দেন।
সম্মেলনে অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মাহমুদুল ইসলাম এবং অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মোহাম্মদ রোকন উদ-দৌলাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।