টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সারাদেশে সাগর থেকে আবারো মাছ ধরা শুরু হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার সকাল থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছে জেলেরা।
এর আগে ২০ মে থেকে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
চট্টগ্রাম ফিসারিঘাট এলাকা ঘুরে দেখা যায়, সোমবার রাত থেকে মাছ ধরার প্রস্তুতি নেয় ফিশিং ট্রলারের জেলেরা।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক জানান চট্টগ্রামে প্রায় ২৫ হাজারের উপরে জেলে আছে নিবন্ধন অনুযায়ী। তবে কক্সবাজার, নোয়াখালী, হাতিয়া, লক্ষীপুরসহ কয়েক লাখ জেলে আজ থেকে মাছ আহরণে সাগরে যাবেন।
ফিশিং ট্রলারের জেলে করিম বলেন, “আমরা ট্রলারে জাল, বিভিন্ন রকমে ড্রামসহ মাছ ধরার নানা উপকরণ ও প্রয়োজনী খাবার নিয়ে সমুদ্রে যাত্রা করার প্রস্তুতি নিয়েছি।”
এদিকে মাছ ধরতে না পারায় কষ্টের কথা জানিয়ে জেলে নাছিরুল আলম বলেন, “এতোদিন জাল মেরামত কিংবা ট্রলার মেরামত কইরা অভাব অনটনের দিন পার করছি। আজ থেইকা আবার সকল জেলের মুখে হাসি ফুটবো।”
“প্রশাসন ও সরকার কাছে অনুরোধ করছি গভীর সমুদ্রে যাতে নৌ-পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ডের টহল বেশি থাকে, তা না হইলে মাছ ধরা ট্রলারগুলোতে ডাকাতি হওয়ার ভয় থাকে,” নিরাপত্তা সংকটের আশঙ্কা করে বলেন নাছিরুল।