এমন দৃশ্য হয়তো অনেকেই দেখেননি। আবার দেখে থাকলেও তা হয়তো বহু বছর আগে দেখা। এটিকে সাপের শঙ্খ লাগা বলে। সম্প্রতি বাংলাদেশের নাটোর জেলার নলডাঙ্গার পূর্বমাধনগরের জশইতলা এলাকায় এ দৃশ্য দেখা যায়।
হিন্দু মতে- সাপের শঙ্খ লাগা দেখা নাকি শুভ। দুটি সাপের মধ্যে এমন দৃশ্য দেখতে ছুটে আসেন গ্রামবাসী। কেউ কেউ ওই্ দৃশ্যকে দুটি সাপের মধ্যে ‘মিলন’ বলে অভিহিত করেন। স্থানীয়ভাবে ‘শঙ্খ লাগা’ বলে উল্লেখ করা হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে সাপের এই মিলন। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। সাপ দুটি ছিল দাঁড়াজ প্রজাতির।
দাঁড়াজ সাপ মূলত নির্বিষ প্রজাতির সাপ। দাঁড়াশ সাপের প্রিয় খাদ্য ইঁদুর। তাই এই সাপকে র্যাট স্নেক (Rat Snake) নামকরণ করা হয়েছে। একটি দাঁড়াশ সাপ প্রায় তিন বিঘা জমির ইঁদুর নিধন করতে সক্ষম, তাই কৃষকের ‘বন্ধু সাপ’ বলা হয়।