ছুটে বেড়াচ্ছে বিরল প্রজাতির ইমপালা শাবক (ভিডিও)

ঢাকা চিড়িয়াখানায় জন্ম নেয়া বিরল প্রজাতির ইমপালা শাবক। ছবি: বেঙ্গল ডিসকাভার

হরিণের মতো দেখালেও এন্টিলোপ প্রজাতির প্রাণী ইমপালা। মূলত আফ্রিকার জঙ্গলে এদের বিচরণ। বিশ্বে বিপন্ন প্রজাতির প্রাণীর খাতায় নাম রয়েছে ইমপালার। দক্ষিণ আফ্রিকা থেকে গত ২০১৯ সালের জুনে ঢাকা চিড়িয়াখানায় আনা হয়েছিল দু’টি নারী ইমপালা।

মিরপুর চিড়িয়াখানায় আনার ছয় মাসের মাথায় এরা একটি করে শাবকের জন্ম দিয়েছে। ঢাকা চিড়িয়াখানার কিউরেটর নুরুল ইসলাম জানান, মিরপুর চিড়িয়াখানায় দু’টি বিরল প্রজাতির শাবক জন্ম দেয় ইমপালা। জন্ম নেয়া দুটি ইমপালার একটি বিরল প্রজাতির। এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশেই এখন এমন কালো ইমপালা রয়েছে বলেও জানান তিনি।

জিরাফ-জেব্রার ঘরেও এসেছে নতুন অতিথি। ঢাকা চিড়িয়াখানায় প্রাণীদের প্রজনন ব্যবস্থা আগের চেয়ে উন্নত হওয়ায় বাচ্চা জন্ম দেয়ার হার বেড়েছে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি আরো কয়েকটি নতুন প্রাণীও আনা হবে বলে জানান কিউরেটর।

জিরাফ পরিবারে আসা নতুন অতিথির নাম দেয়া হয়েছে শ্রাবণী। প্রজনন ব্যবস্থা উন্নত হওয়াতে প্রাণীরা এখন বেশি বাচ্চা দিচ্ছে বলে জানান চিড়িয়াখানার প্রাণী চিকিৎসক নাজমুল হুদা।

মিরপুর চিড়িয়াখানায় এখন দুই হাজার ৭৭৬টি প্রাণী, পাখি ও একুরিয়াম ফিস রয়েছে। তবে প্রাণীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি কাঠামোগত উন্নয়নে জোর দিতে পরামর্শ দিয়েছেন সাবেক বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ।

১৮৭ একর আয়তনের ঢাকা চিড়িয়াখানাকে আরো আকর্ষণীয় করতে মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে। যা বাস্তবায়িত হলে প্রাণী সংরক্ষণ, গবেষণা ও বিনোদনে এটি বিশ্বমানে উন্নীত হবে বলে আশা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।