![Nil-gai__Wildlife-01](https://bengaldiscover.com/wp-content/uploads/2020/02/Nil-gai__Wildlife-01-696x391.jpg)
বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নীল গাই। গাই হিসেবে পরিচিত হলেও মোটেও গরু শ্রেণির নয় প্রাণীটি। এটি এশিয়া মহাদেশের সবচে বড় হরিণ বিশেষ প্রাণী। যার বৈজ্ঞানিক নাম বোসেলাফাস ট্র্যাগোকামেলাস। একশ বছর আগে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় নীল গাই দেখা যেত। এরপর আর বাংলাদেশে নীল গাই দেখা যায়নি।
তবে গেল শুক্রবার, ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার মাসুদপুর সীমান্তে ভারত থেকে ভেসে আসে বিলুপ্তপ্রায় একটি নীল গাই। এরপর স্থানীয়রা মাসুদপুর বিওপিতে খবর দিলে বিজিবির সদস্য প্রাণীটিকে উদ্ধার করেন। পরে শনিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয় নীল গাইটিকে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, পদ্মা নদীর পাড়ে কাদায় আটকে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে তাদের সহায়তায় বিজিবি সদস্যরা নীল গাইটিকে উদ্ধার করে। পরে রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় নীল গাইটি।
![](https://bengaldiscover.com/wp-content/uploads/2020/02/Nil-Gai__Safari-Park.jpg)
রাজশাহী অঞ্চলের বন বিভাগের ফরেস্টার আশরাফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নীল গাইটি স্ত্রী প্রজাতির এবং দেশে বিরল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, চাপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার হওয়া বন্য নীলগাইটি আহত। এটিকে চিকিত্সা প্রদান করা হচ্ছে।
জানা গেছে, গত ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে আরো একটি নীলগাইটি ধরা পড়েছিল। এর আগে ১৯৪০ সালের দিকে পঞ্চগড়ে একবার নীলগাই দেখা গিয়েছিল। এরপর বাংলাদেশের কোথাও নীলগাই দেখা যায়নি। প্রকৃতি সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংস্থা- আইইউসিএন এর তালিকায় বাংলাদেশে বিলুপ্ত প্রজাতি হিসেবে উল্লেখ রয়েছে নীলগাই।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, ভারতীয় উপমহাদেশে অ্যান্টিলোপ জাতীয় প্রাণীর মধ্যে সবচেয বৃহদাকৃতি। ভারতের অধিকাংশ অঞ্চলেই নীলগাই দেখা যায়। পশ্চিমবঙ্গ, আসাম, মালাবার উপকূল ও বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলগুলো বাদে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে কর্ণাটক প্রদেশ পর্যন্ত এদের দেখা মেলে। পাকিস্তান ও নেপালের ভারতীয় সীমান্তবর্তী এলাকা এবং চীনেও দেখা যায় নীলগাই।