নিষিদ্ধ বর্জ্য দিয়ে প্রাণিদের জন্য বিষাক্ত খাবার তৈরির প্রমাণ পাওয়ায় কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহষ্পতিবার ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাছ ও মুরগির খাবার তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১১ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি দল।
র্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম অভিযানটির নেতৃত্বে দেন। তিনি জানান, কারখানাটিতে আমদানি নিষিদ্ধ প্রাণিখাদ্য উপকরণ এমবিএম (মিট অ্যান্ড বোন মিল) এবং ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরি করা হচ্ছিল।
কারখানা থেকে প্রায় ২১০ টন প্রাণিখাদ্য উপকরণ জব্দ করা হয়। এ অপরাধে দুজনকে কারাদণ্ড এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
সারওয়ার আলম জানান, এসব খাদ্যে থাকা ক্রমিয়াম, হেভি মেটাল, অ্যান্টিবায়োটিকসহ ক্ষতিকারক উপাদান মাছ ও মুরগির মধ্যে প্রবেশ করছে। যা মানবদেহের জন্যও ক্ষতিকর।