দুই জেলার নদী ভাঙন ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা। ছবি: বেঙ্গল ডিসকাভার

দেশের দুই জেলার বন্যা ও জলাবদ্ধতা নিরসনে প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বৃহস্পতিবার মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে এ কথা বলেন উপমন্ত্রী।

তিনি জানান, মৌলভীবাজার শহরকে বন্যার কবল থেকে রক্ষা করতে মনু নদীর দুই তীরে ৮৫ কিলোমিটার সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হবে। এ প্রকল্পে এক হাজার ২ কোটি টাকা ব্যয় হবে।

আর সুনামগঞ্জ শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে প্রায় ১৮শ কোটি টাকা ব্যয়ে ১৮০ কিলোমিটার নদী খনন করা হবে। চলতি বছরেই এ কাজ শুরু হবে বলে উল্লেখ করেন তিনি।

উপমন্ত্রী বলেন, হাওড়া এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে উদ্যোগ নেয়া হয়েছে একটি কজওয়ে নির্মাণের।

এছাড়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীর ডান তীর সংরক্ষণেও প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, কোনো ঠিকাদার কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। এমনকি এই ধরনের অনিয়মে সরকারের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও কঠোর শাস্তির আওতায় আনা হবে।