বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় গোলা ভেঙে ধান খাওয়ায় বন্যহাতির দলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক গৃহস্থ। ২৭ নভেম্বর, শনিবার উপজেলার জ্যৈষ্টপুরা গ্রামের গৃহস্থ নিপুল কুমার সেন সাধারণ ডায়েরি করেন।
তিনি জানান, গেল ২৩ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে ২-৩টি বন্যহাতি বসত বাড়ির আঙিনায় থাকা ধানের গোলা ভেঙ্গে ফেলে। এ সময় প্রায় ১৫০ আড়ি (দেড় টন) ধান খেয়েছে হাতির দল। এসব ধানের আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, প্রায়ই পাহাড় থেকে বন্যহাতি নেমে লোকালয়ে আসে। ফসল খেয়ে চলে যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, হাতি গোলা ধান খেয়ে ফেলায় এক ব্যক্তি সাধারণ ডায়েরি করেছেন থানায়। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, হাতির অভয়ারণ্য ও বনাঞ্চলে বন্যপ্রাণীর প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল বিনষ্ট হওয়ার কারণে সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে হাতি মানুষ সংঘাত বেড়েছে। এসব ঘটনায় হত্যা করা হচ্ছে হাতিও।
গেল ২২ নভেম্বর হাতির নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজারসহ সারাদেশে বন বিভাগ থেকে হাতি চলাচলের জন্য চিহ্নিত ১২টি করিডর সংরক্ষণে নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত।
২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত বাংলাদেশে মৃত্যু হয়েছে মোট ৭৬টি বুনো হাতির। তবে প্রাণী বিশেষজ্ঞদের তথ্যমতে, গেল দু’বছরেই মারা গেছে ৪০টি বন্যহাতি। এরমধ্যে ২০২০ সালে ২২টি ও ২০২১ সালের সাড়ে ১০ মাসে ১৮টি। চলতি নভেম্বরে মারা গেছে সাতটি বন্যহাতি।