সম্প্রতি উত্তর মেরু অঞ্চলে এক গবেষণায় তুষারে মিলেছে ক্ষুদ্র প্লাস্টিকের কণা। যা নি:শ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করলে ভয়াবহ স্বাস্থ্যগত বিপর্যয়ের কারণ হতে পারে বলে হুঁশিয়ার করছেন গবেষকরা।
২০ আগস্ট, মঙ্গলবার, বিবিসির এক সংবাদে এ চিত্র তুলে ধরেন আলফ্রেড ওয়েগনার ইন্সটিটিউট এর অধ্যাপক ড. মেলানি বার্গম্যান।
“প্রতি এক লিটার তুষারে দশ হাজারের বেশি ক্ষুদ্র প্লাস্টিক কণা, রাবার এবং বিভিন্ন রকম আঁশ পাওয়া গেছে। এগুলো নি:শ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করছে, যা ভয়াবহ দিক নির্দেশনা করছে,” উল্লেখ করেন অধ্যাপক মেলানি।
গবেষকরা জানান, প্লাস্টিক কণা ছড়িয়ে পড়ছে ইউরোপ ও এশিয়ার বায়মণ্ডলে।যা বায়ুপ্রবাহে যাচ্ছে মেরু অঞ্চলে।
উন্নত দেশগুলোর লাগামহীন প্ল্যাস্টিক ব্যবহার, পলিমার ভিত্তিক প্যাকেজিং, মাত্রাতিরিক্ত রাবার ব্যবহার এজন্য দায়ী বলে মন্তব্য করেন অধ্যাপক মেলানি।
“আদিম মেরু প্রকৃতি রুপে যা দেখছেন এখন আর তেমনটি নেই,” জানান উত্তর মেরুর এক বাসিন্দা। তিনি বলেন, “এটা খুবই দু:খজনক।”
গবেষকরা জানান, এভাবে পরিবেশকে নষ্ট করতে থাকলে মানব জাতির খুব বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না। তাই দ্রুত নির্ভরযোগ্য সমাধান বের করতে হবে। এজন্য উন্নত বিশ্বের দেশগুলোকেই একযোগে উদ্যোগ নিতে হবে। প্লাস্টিক ও পলিমার দ্রব্যের ব্যবহার কমিয়ে আনতে হবে।