চিকিৎসা পাচ্ছে ঝলসে যাওয়া বানরগুলো

উদ্ধার হওয়া বানর। ছবি: বাংলাদেশ বনবিভাগ

বাংলাদেশের ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুরের বনাঞ্চলে বিদ্যুতায়িত হয়ে আহত বানরগুলোকে উদ্ধার করেছে বনবিভাগ। বানরগুলোকে এখন গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দেয়া হচ্ছে চিকিৎসা।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা ময়মনসিংহ গিয়ে উদ্ধার করে বানরগুলো। এরপর রাতেই সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে শনিবার (১১ জানুয়ারি) জানান বন কর্মকর্তারা।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকন বলেন, সন্তোষপুরের সংরক্ষিত বনাঞ্চলে পাশে স্থাপিত হওয়া নতুন বিদ্যুতের সঞ্চালন লাইনে বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছিল বানররা। বন্যপ্রাণী হিসেবে বানর বনবিভাগের একতিয়ারভুক্ত হওয়ায় কর্তৃপক্ষ এদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে বলে জানান তিনি।

বনবিভাগের পরিদর্শক অসিম মল্লিক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গেল বৃহস্পতি ও শুক্রবার সন্তোষপুর থেকে গুরুতর আহত তিনটি বানরকে উদ্ধার করা হয়। সুস্থ হলে আবারো ওই বনে বানরগুলো ছেড়ে দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাত মো. জুলকার নাইম জানান, উদ্ধারকৃত বানরগুলোর বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

“সাফারি পার্কের প্রাণী চিকিৎসা কেন্দ্রে উদ্ধার করা বানরগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। বানরগুলো সুস্থ হয়ে উঠলে তাদেরকে আপন স্থানে ছেড়ে দেয়া হবে,” বলে জানান সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।

এদিকে বানরের নিরাপত্তার বিষয়টি আমলে নিয়ে উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগও। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন বলেন, ইতিমধ্যেই বনাঞ্চলের প্রায় ৫০০ মিটার এলাকায় উন্মুক্ত বিদ্যুতের তার পরিবর্তন করে দেয়া হয়েছে কভার তার।

প্রসঙ্গত, সন্তোষপুরের বনাঞ্চলে বিদ্যুতায়ত হয়ে বানর আহত হওয়ার ঘটনা পীড়িত করে সাধারণ মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বানরগুলো সংরক্ষণ ও তাদের চিকিৎসা দাবিও জানায় প্রাণীপ্রেমিরা। এ ঘটনায় প ফাউন্ডেশন নামক প্রাণী সংরক্ষণ একটি সংস্থা বিদ্যুৎ বিভাগ ও বনবিভাগকে আইনী নোটিশও দেয়। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।