আমাজনসহ সকল বনাঞ্চল রক্ষার দাবিতে নাগরিকেরা

চিরহরিৎ বন আমাজনসহ সকল বনাঞ্চল রক্ষার দাবিতে মানবন্ধনে বাংলাদেশের নাগরিকেরা। ছবি: বেঙ্গল ডিসকাভার

চিরহরিৎ বন আমাজনসহ সকল বনাঞ্চল রক্ষা ও সংরক্ষণে সোচ্চার বিশ্ববাসী। ৩০ আগস্ট, শুক্রবার রাজধানী ঢাকার জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশের নাগরিকেরাও “আমাজান থেকে সুন্দরবন, পরিবেশ রক্ষায় সোচ্চার হোন” দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান এক মানববদ্ধনে।

নাগরিক সমাবেশটিতে অংশ নেন সকল স্তরের মানুষ। এতে ৮ দফা দাবি উপন্থাপন করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল, জাতিসংঘের হস্তক্ষেপে আমাজন বনে দ্রুত অগ্নিকাণ্ড বন্ধ ও কারণ অনুসন্ধান করা।

আমাজন সংশ্লিষ্ট ৯টি দেশের সমন্বয়ে পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয় মানববন্ধনে। এজন্য বিশ্বের সকল দেশের অংশগ্রহণে আমাজন রক্ষায় বৈশ্বিক গঠন করে পুন:বনায়নসহ ক্ষয়ক্ষতি মোকাবেলায় তা ব্যবহারের দাবি জানান নাগরিকেরা।

সেইসঙ্গে বাংলাদেশে যেসব বনাঞ্চল রয়েছে সেগুলো সংরক্ষণ ও দখল-দূষণ থেকে রক্ষার দাবি জানানো হয়। বিশেষ করে সুন্দরবনের রামপাল বিদ্যুৎক্দ্রে বন্ধ ও ম্যানগ্রোভ বনটির সুরক্ষায় যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান জানান নাগরিকেরা।

এছাড়া উপকূলীয় ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এলাকায় অপরিকল্পিত শিল্প-কলকারখানার মাধ্যমে পরিবেশ বিধ্বংসী সকল কর্মকাণ্ড অবিলম্বে বন্ধেরও দাবি জানান তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ সহ ১৬টি সংগঠনের যৌথ উদ্যোগে নাগরিক সমাবেশটি আয়োজন করা হয়।