বৃষ্টিতে যেন স্বস্তি খুঁজে পেল বন্যপ্রাণীরা (ভিডিও)

অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি। ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরে বিরামহীন দাবানলে পুড়ছিলো অস্ট্রেলিয়ার বনভূমি। দাবানলের করাল গ্রাসে পুড়ে গেছে হেক্টরের পর হেক্টর বনাঞ্চল। রেহাই পায়নি জনপদও। সর্বগ্রাসী আগুনে প্রাণ গেছে মানুষ ও পশু-পাখির। তবে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত দেশটিতে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি।

গেল শুক্রবার সিডনিসহ নিউ সাউথ ওয়লেসের অনেক এলাকা, কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিতে অসহনীয় তাপমাত্রা থেকে পরিত্রাণ পাওয়া গেলেও এখনো একশো জায়গায় সক্রিয় দাবানল।

গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ দাবানলে এ পর্যন্ত মারা গেছে শত কোটি প্রাণী ও ২৯ জন মানুষ। পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনাঞ্চল। তবে সিডনিসহ নিউ সাউথ ওয়লেসের অনেক এলাকা, কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ায় স্বস্তি নিয়ে এসেছে এই বৃষ্টি। এতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে অস্ট্রেলিয়াবাসী।

সিডনি ও এর  আশপাশের বিস্তীর্ণ উপকূলের দাবানলে পুড়ে ছারখার হওয়া এলাকাগুলোতে ঝড়-বৃষ্টি হয়। ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডেও ঝরেছে অঝোর ধারায় বৃষ্টি। এসব এলাকায় চলতি সপ্তাহে আরো বৃষ্টির পূর্ভাবাস রয়েছে।

তবে গোটা অস্ট্রেলিয়ার দাবানল থামাতে যথেষ্ট নয় এই বৃষ্টি। প্রবল বৃষ্টিতে অসহনীয় তাপমাত্রা থেকে অনেকটা নিস্তার মিললেও দেশটির প্রায় একশ জায়গায় দাবানল এখনো সক্রিয়। এতে দাবানল নিয়ন্ত্রণে এই বৃষ্টি খুব একটা উপকারে আসবে না বলে জানায় দেশটির আবহাওয়া ও দমকল কর্মকর্তারা।

এদিকে আনন্দের পাশাপাশি বৃষ্টির পানির কারণে ছাই আর অবর্জনা ভেসে জলাধারে পড়ায় অনেক এলাকাতেই ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। কোনো কোনো এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যাও।

আগুনে পুড়ে যাওয়া বনে