মহাবিপন্ন প্রজাতির একটি বাংলা শকুন উদ্ধার করেছে বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ছাতক শহরের কাছের একটি বন থেকে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকার।
সুনামগঞ্জের বাসিন্দা রাকিব উদ্দিন বাবলু বলেন, নুরাল্লাপুরের বনে গেল বুধবার শকুনটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কিছু শিশু-কিশোর এটির সাথে খেলতে থাকে। এক পর্যায়ে শকুনটিকে আহত হয়ে যায়। পরে স্থানীয় কিছু যুবক আহত শকুনটি উদ্ধার করে।
তিনি জানান, অসুস্থ থাকায় শকুনটি উড়তে পারছিল না। এক সপ্তাহ ধরে শকুনটি তাদের কাছেই ছিল। এটির খাবার সম্পর্কেও তাদের সঠিক ধারণা ছিল না বলেও জানান তিনি।
প্রাধিকার থেকে জানানো হয়, গত বুধবার মেহেদি হাসান মামুন নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে শকুনের ছবি প্রকাশ করলে সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার শকুনটি উদ্ধার করে সিলেটে নিয়ে আসে।
প্রাধিকারের সদস্য তাজুল ইসলাম বলেন, এটি বাংলা শকুন নামে পরিচিত। বর্তমানে বিশ্বে এটি সবচেয়ে বিপন্ন প্রজাতির শকুন। খাবার না পেয়ে এটি দুর্বল হয়ে পড়ায় উড়তে পারছিল না।
তিনি জানান, বাংলা শকুনটিকে টিলাগড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে সেবা দেয়া হচ্ছে। উড়তে সক্ষম হলে শকুনটি প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানান তাজুল ইসলাম।