প্রবল বৃষ্টিতে ওয়াশিংটন ডিসিতে বন্যা: হোয়াইট হাউজেও পানি

ভারী বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আংশিক প্লাবিত। ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আংশিক প্লাবিত হয়েছে। এতে মার্কিন রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবনের নিচতলার একটি দপ্তরে পানি উঠেছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। টুইটারে ছবি দিয়ে সিএনএনের সাংবাদিক বেস্টি ক্লেইন লিখেন, ‘হোয়াইট হাউজে চুইয়ে পানি উঠছে।’

সোমবার এক ঘণ্টার মধ্যেই প্রতিদিনের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যায়। আকস্মিক বন্যায় নগরীর অনেক এলাকায় লোকজন গাড়িতে আটকা পড়ে। এ সময় হোয়াইট হাউজের নিচতলার একটি দপ্তরের মেঝে চুইয়ে পানি উঠে। গাড়িতে আটকা পড়া মানুষকে উদ্ধার করতে ১৫টি উদ্ধারকারী দল নামানো হয়।

স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে বৃষ্টিপাত রেকর্ড করা হয় আট দশমিক চার সেন্টিমিটার। যা এক ঘণ্টায় আগের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড পাঁচ দশমিক ছয় সেন্টিমিটারকে ছাড়িয়ে যায়; ১৯৫৮ সালে এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

হোয়াইট হাউজে চুইয়ে পানি উঠছে। ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ার আর্লিংটনে আরো বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেখানে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বৃষ্টিপাত রেকর্ড হয় ১২ দশমিক সাত সেন্টিমিটার।

প্রবল বৃষ্টিতে ওয়াশিংটনের মেট্রো স্টেশনগুলোর সিলিং থেকে প্রবল ধারায় পানি নেমে আসতে থাকে ও নগরীর প্রধান প্রধান জাদুঘর ও স্মৃতিসৌধমুখি সড়কগুলো তলিয়ে যায়। এই সড়কগুলো বন্ধ করে দেওয়ার পর স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা গাড়িতে আটকা পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে। পানিতে আটকা পড়া লোকজনকে উদ্ধারে দমকল কর্মীরা হলুদ রঙের উদ্ধারকারী লাইফবোট ব্যবহার করে। হোয়াইট হাউজের (১৬০০ পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ) নিচ তলার একটি দপ্তরের মেঝেতে চেয়ার ও ডেস্কের তলায় ভেজা কার্পেট ও পানি দেখা যায়।