চট্টগ্রাম চিড়িয়াখানায় গয়াল শাবকের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া গয়াল শাবক। ছবি: বেঙ্গল ডিসকাভার।

বাংলাদেশের চট্টগ্রামের ফয়’স লেকের চিড়িয়াখানায় গয়ালের ঘরে এসেছে নতুন অতিথি। ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টায় একটি শাবকের জন্ম হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার তত্ত্বাবধানকারী ডা. শাহাদাত হোসেন শুভ।

তিনি জানান, নতুন শাবকটি স্ত্রী লিঙ্গের। গেল বছর একটি পুরুষ গয়াল শাবকের জন্ম হয়েছিল। এতে চিড়িয়াখানায় এখন গয়ালের সংখ্যা চারটি। নতুন শাবকটি সুস্থ আছে।

গয়াল (বৈজ্ঞানিক নাম Bos frontalis) বন্য গরুর একটি প্রজাতি। বাংলাদেশের ১৯৭৪ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইনে সংরক্ষিত। এক সময় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে অহরহ দেখা মিলতো। এখনও গহিন অরণ্যে মাঝেমধ্যে দেখা যায়। কখনো স্থানীয়দের হাতে ধরা পড়ে।

বন ও বনভূমি কমে যাওয়াতে দিন দিন বুনো গয়ালের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সম্প্রতি বাংলাদেশ বনবিভাগের অনুমতি স্বাপেক্ষে এ দেশে গয়ালের খামার গড়ে উঠছে।

বাংলাদেশ ছাড়াও ভারত, ভূটান, মিয়ানমার, মালয়েশিয়া ও চীনে গয়াল দেখা যায়। চীনের ইউনান প্রদেশের দুলং ও নিজিয়াঙ নদীর উপত্যকা ও সংলগ্ন পাহাড়ি এলাকায় গয়াল দেখা যায়। সেখানে এরা দুলং গরু নামে পরিচিত। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের পাবলাখালী, সাজেক ভ্যালি ও মিয়ানমারের সীমান্তসংলগ্ন পাহাড়ি বনে গয়ালের বিচরণ রয়েছে।