
সদ্য জন্ম নেয়া সাদা, কালো কিংবা বাদামী রঙয়ের কুকুর ছানা দেখে আপ্লুত হন অনেকেরই। কিন্তু কুকুর ছানা যদি হালকা সবুজ রঙয়ের হয় তবে তা বিস্মিত করবে যে কাউকেই। সম্প্রতি ইতালিতে তেমনই একটি বিস্ময়কর কুকুর ছানার জন্মানোর খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি।
বিস্ময়কর কুকুর ছানার জন্ম ইতালির সারডিনিয়া নামে এক ভূমধ্যসাগরীয় দ্বীপে, নাম রাখা হয়েছে পেস্তাশিয়ো। ইতালির সারডিনিয়ায় বসবাসকারী ক্রিস্টিয়ান মালোচ্চি নামের এক কৃষকের স্পেলাচিয়া নামক কুকুর ছানাটির জন্ম দেয়।
বিবিসি জানায়, স্পেলাচিয়া নামের মা কুকুরটি গেল অক্টোবরে পাঁচটি ছানার জন্ম দেয়। এরমধ্যে চারটি ছানা মায়ের মত সাদা পশমের হলেও একটি ছানার পশমের রঙ হয় সবুজ।
সাধারণত মাতৃগর্ভে “বিলিভারডিন” নামক রঞ্জক পদার্থের সংস্পর্শে আসলে প্রাণীর শরীরে দেখা যায় এমন সবুজাভ রঙের আবরণ। পেস্তা বাদামের মত সবুজাভ হওয়ায় বিস্ময়কর এই ছানার নাম রাখা হয় পেস্তাশিয়ো।
যদিও পেস্তাশিয়োর এই সবুজ আভা ক্রমশ মলিন হয়ে যাচ্ছে এবং এক সময় এই সবুজ আভা বিলীন হয়ে যাবে বলেই ধারণা করা হয়, তবুও এই ছানা চিরকাল বিস্ময়কর হিসেবেই স্মৃতিতে থাকবে।
”২০২০ সাল অনিশ্চয়তার বছর। একটা অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকতে থাকতে কেটে গেছে প্রায় পুরো বছর। সবুজ রঙ হল আশা এবং সৌভাগ্যের প্রতীক। পেস্তাশিয়োর হয়তো সামনে কোন সৌভাগ্যের আভাস দিতেই জন্মেছে,” বলেন ক্রিস্টিয়ান।
তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাকি চারটি ছানা অন্যদের বিলিয়ে দিলেও পেস্তাশিয়োকে নিজের কাছেই রেখে দিবেন। এটিকে দিয়ে ভেড়ার খামার দেখাশোনা করানো হবে। বিস্ময়কর কুকুর ছানা ও মা কুকুরটি সৌভাগ্যের প্রতীক হিসেবেই ক্রিস্টিয়ানের পরিবারের সঙ্গে বসবাস করবে।
এ বছরের জানুয়ারিতেও নর্থ ক্যারোলিনার একটি পরিবারেও জন্ম নিয়েছিল এমনই সবুজ রেখার আভাযুক্ত একটি জার্মান শেফার্ড কুকুর ছানা।
Extremely rare green puppy called Pistachio has been born in Italy 😍 pic.twitter.com/RmyzFe15N7
— The Sun (@TheSun) October 23, 2020