
বঙ্গোপসাগরে নিম্নচাপে প্রভাবে চলতি সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে দক্ষিণবঙ্গে জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আজ শুক্রবার সকালেও হাওড়া মেদিনীপুরে বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের অতিভারি বৃষ্টিপাত কমবে বলেও পূর্বাভাস এসেছে।
এদিকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘে আনাগোনা চলছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাদের মতে, রবিবার থেকে বৃষ্টি বাড়বে। এদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কর্মকর্তা গনেশকুমার দাস জানান, জুলাই মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আশা করা হয়েছিল। নিম্নচাপ শক্তিশালী হয়েছে দ্রুত। বাংলাদেশ লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ৩০ জুন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ১ ও ২ জুলাই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাত হতে পারে।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গবাসী জন্যও রয়েছে সুখবর। গত কয়েকদিন প্রবল বৃষ্টিপাতে নাজেহাল উত্তরবঙ্গের অধিকাংশ জেলা। আলিপুরদুয়ারে হয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৪০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা গত ১০০ বছরে সর্বোচ্চ রেকর্ড।
দুই দিনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরমধ্যে ১৯০০ মিলিমিটার বৃষ্টি শুধু আলিপুরদুয়ারেই হয়েছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত কোচবিহারে ২৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, দার্জিলিংয়ে ৪.৬ মিলিমিটার, জলপাইগুড়িতে ৪.০ মিলিমিটার, মালদাহে ১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৮ জুনও দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। তবে গত কয়েকদিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল তা শুক্রবার থেকে কমবে।