লাইভ শো: সাপের ছোবলে মৃত্যু

সাপের খেলা চলাকালীন সময়ে বিষধর গোখরা সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গেলো বুধবার এ রোমহর্ষক ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের কাঙ্কের জেলার পানখাজুর গ্রামে।

জানা গেছে, ওই দিন সাপের খেলা দেখাচ্ছিলেন সাপুড়ে বেনীরাম। সাপের খেলা দেখতে ভিড়ও জমে যায়। আর ভিড়ে ছিলেন বছর সাইত্রিশের সুরেশ মণ্ডল। হঠাৎ বেনীরামের কাছে খেলা দেখানোর আবদার জুড়ে বসেন সুরেশ। সাপের ঘাড় ধরে খেলা দেখানোর অনুমতি চান তিনি। অবশেষে তাকে অনুমতি দিয়ে দেন বেনীরাম। খেলা দেখাতে শুরু করেন সুরেশ। তখনই সুযোগ বুঝে সাপটি ছোবল দেয় সুরেশকে। গোখরোর ছোবলে মৃত্যুর মুখে ঢলে পরেন সুরেশ। এর আগেও এমন খেলা দেখিয়েছেন সুরেশ।

ঘটনা রয়েছে আরো ব্যাপকতা, সাপুড়ে বেনীরাম উপস্থিত জনতাকে আতঙ্কিত হতে নিষেধ করেন। বলেন বিশেষ মন্ত্র পাঠ করলে সুরেশের দেহ থেকে বিষ বেরিয়ে যাবে। আর উপস্থিত জনতাও সুরেশের দেহ থেকে বিষ বের করার অনুমতিও দিয়ে দেয়। শুরু হয় মন্ত্রপাঠ। কিন্তু কিছুতেই সুস্থ্ হয়ে উঠছিলেন না সুরেশ। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে বেগতিক হচ্ছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। পরবর্তীতে সুরেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারা জানান, সুরেশের সারা দেহে বিষ ছড়িয়ে পড়েছে।

এরপরই সাপুড়ে বেনীরামকে গণপিটুনি দেয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। সাপুড়ের বিরুদ্ধে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঙ্খাঞ্জুর স্টেশনের হাউজ অফিসার শরদ দুবে।