বন্যায় বিপর্যস্ত এশিয়া: নেপাল-ভারতে হতাহত বেশি

ভারতে বন্যা পরিস্থিতি। ছবি: সংগৃহীত

এশিয়ার বিভিন্ন দেশে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। বন্যা ও ভূমি ধসে হতাহতের দিক থেকে বেশি ক্ষতিগ্রস্ত নেপাল। দেশটিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৩০জন, নিখোঁজ অন্তত ১৮জন।

ভারতের বিহার ও আসামে মোট মৃতের সংখ্যা ২২জন, আক্রান্ত ১৫ লাখ মানুষ। অন্যান্য অঞ্চলেও দেখা দিয়েছে বন্যা। চীনে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দুই কোটি মানুষ।

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে দেখা দিয়েছে এই বন্যা। ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাসহ বিভিন্ন স্থানে গত পাঁচদিনে ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়। ঘটেছে প্রাণহানিও, বহু মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদস্থানে।

ক্ষতিগ্রস্থদের সহায়তায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বন্ধ রয়েছে বেশকিছু এলাকার সড়ক যোগাযোগ।

অন্যদিকে, উত্তরপ্রদেশে বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রম করছে গঙ্গা নদীর পানি। এতে তলিয়ে গেছে বেশ কয়েকটি অঞ্চল। আরেক রাজ্য আসামের ৩৩টি জেলার ২৫টিতেই বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ লাখের বেশি মানুষ।

বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের। সামাল দিতে নেমেছে সেনাবাহিনী, কাজ করছে দুর্যোগ মোকাবিলা বাহিনীও।

নেপালে বন্যা পরিস্থিতি। ছবি: সংগৃহীত

ব্রক্ষ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় রাজধানী তলিয়ে গেছে গুয়াহাটিও। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। মিজোরাম রাজ্যেও দেখা দিয়েছে বন্যা। জলাবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।

বাংলাদেশের অধিকাংশ নদ-নদীতে পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর ও গাইবান্ধায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

সরকারের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে বাড়তে থাকায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আভাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নেপালের ৭৭টি জেলার মধ্যে ২০ জেলা তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ভূমিধসে হতাহতের পাশাপাশি এখনো নিখোঁজ অনেকেই, চলছে উদ্ধারের চেষ্টা।

ভুটানেও জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ভারী বৃষ্টিপাতের কারণে পাকিস্তানেও জারি রয়েছে বন্যা সতর্কতা। অবশ্য চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি।

বন্যা কবলিত অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। বৃষ্টিপাত না থামার কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েকদিন লাগবে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।