চট্টগ্রামের সৈকতে ভেসে আসলো মৃত ডলফিন!

চট্টগ্রামের হালিশহরের জালিয়াপাড়া সৈকতে ভেসে আসা ডলফিন। ছবি: নুরুল আজম, আলোকচিত্রী, বাংলাদেশ।

বাংলাদেশের চট্টগ্রাম জেলার বঙ্গোপসাগর তীরে একটি ডলফিনের মরদেহ ভেসে এসেছে। ৯ জুলাই, বৃহষ্পতিবার সকালে বন্দরনগরীর হালিশহর এলাকার সৈকতে মৃত ডলফিন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

চট্টগ্রামের স্থানীয় কয়েকটি গণমাধ্যমে মৃত ডলফিনের ছবিসহ সংবাদ প্রকশ করা হয়েছে। এতে বলা হয়, জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় মৃত ডলফিনটি পড়ে থাকতে দেখেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু সৈয়দ জানান, ডলফিনটি হয়তো আরো কয়েকদিন আগে মারা গেছে। জোয়ারের সময় এটি তীরে উঠেছে। তবে পঁচে যাওয়ায় নাড়িভূড়ি বেরিয়ে গেছে। দিনভর লোকজন ডলফিনটি দেখতে ভীড় করেন।

মৃত ডলফিনের ছবি তুলেন স্থানীয় সংবাদ মাধ্যম ’চট্টগ্রাম সংলাপ’ এর আলোকচিত্রী নুরুল আজম। সংবাদমাধ্যমটির সম্পাদক মো. জুলফিকার হোসেন জানান, ”জালিয়াপাড়া সৈকতে মৃত ডলফিনের ছবিটি তুলেনৈ আলোকচিত্রী। কিন্তু বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। হালিশহর থানায়ও যোগাযোগ করা হলে মৃত ডলফিনটির বিষয়ে কিছু জানে না বলে জানায় পুলিশ।”

সম্প্রতি গত ৬ জুলাই বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটে। এটিসহ কক্সবাজার জেলায় গেল পাঁচ মাসে ১৬টি ডলফিন ও দুটি তিমির মরদেহ ভেসে আসে। তবে কক্সবাজার ও চট্টগ্রাম মিলিয়ে ১৭টি সামুদ্রিক ডলফিন মারা যাওয়ার ঘটনা ঘটলো। সৈকতে বারবার মৃত ডলফিন ভেসে আসার ঘটনা কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।