প্রকৃতি সংরক্ষণের তাগিদ দিলেন জেলা প্রশাসক

পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় না থাকলে মানব জীবন বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। শুক্রবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের নগরীর চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত প্রকৃতি মেলার ২০২০ উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‌্যালীর উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, প্রকৃতি রক্ষায় চ্যানেল আইয়ের এ উদ্যোগ অসাধারণ। কারণ প্রকৃতি ও জীবন একটি আরেকটির সাথে পরিপূরক। পরিবেশ সংরক্ষণে দেশবাসীকে সচেতন করতে প্রকৃতি মেলার আয়োজন করেছে চ্যানেল আই।

এ সময় পরিবেশগত বিপর্যয় থেকে বাঁচতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব চট্টগ্রামের সভাপতি হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়ার সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ প্রমুখ।