কুমির থেকে বাঁচতে পারবে জেব্রাগুলো? (ভিডিও)

ভয়ঙ্কর এক নদী পথ পাড়ি দিচ্ছে জেব্রাগুলো। কিন্তু পথটি বেশ কঠিন। নদীতে রয়েছে কুমির। যেকোন মুহুর্তে আক্রমণ করতে পারে। তারা কি পারবে নিরাপদে পার হতে?

যদিও কুমির সরীসৃপদের মধ্যে অন্যতম হিংস্র শিকারি। এর বিশাল চোয়াল আর ভয়ংকর দাঁত এক কামড়েই ভেঙে দিতে সক্ষম যেকোনো প্রাণীর পাঁজর। শিকার নিয়ে খেলা করতে তারা যেন মজা পায়। নদী পার হতে যাওয়া একদল জেব্রার বুদ্ধিমত্তা ও কুমিরের শিকারের চেষ্টার ফলাফল দেখে নিন ভিডিওতে।

<