পুলিশি নিরাপত্তায় বাঁচলো অজগর

উদ্ধার হওয়া অজগরটি। ছবি: রিপন দে

মৌলভীবাজারে পুলিশি নিরাপত্তায় প্রাণে বাঁচলো গাছের উপরে আশ্রয় নেয়া একটি অজগর সাপ। প্রায় ১০ ফুট লম্বা এ অজগর সাপটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গল বনবিভাগের কর্মকর্তারা।

বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ২৩ জুলাই মঙ্গলবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে বনবিভাগ।

স্থানীয় বাসিন্দা এবাদুর রহমান জানান, দুপুর ২টায় তার বাড়ির পাশে একটি গাছের উপরে সাপটিকে তিনি দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশও আসে ঘটনাস্থলে।

সাপটিকে এক নজর দেখতে সন্ধ্যা ৬টা পর্যন্তও ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা।

এবাদুর রহমান জানান, সাপটিকে মারতে ঢিল ছুঁড়ে অনেকেই। এমনকি লাঠি নিয়েও অবস্থানে থাকে। পরে পুলিশের নিরাপত্তায় রাখা হয় সাপটিকে।

এদিকে উদ্ধারের পর বনবিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, অজগরটি মৌলভীবাজারেই রাখা হবে। প্রয়োজনীয় সেবা দিয়ে আবার বনে ছেড়ে দেয়া হবে।