আকাশে উড়ন্ত অবস্থায় মরে মাটিতে পড়েছে ৬০টি পাখির মরদেহ। সম্প্রতি এ ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের একটি খেলার মাঠে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা ইনডিপেনডেন্টের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদে বলা হয়, কিছু পাখি মরা অবস্থাতেই আছড়ে পড়েছিল, আবার কিছু পড়ার পর যন্ত্রণায় ছটফট করে মারা যায়।
দ্যা ইনডিপেনডেন্ট জানায়, মারা যাওয়া পাখিগুলো লম্বা ঠোঁট এবং সাদা ও গোলাপি পালকের করেলা পাখি। অস্ট্রেলিয়াতে এই পাখি এখন বিরল প্রজাতির।
অস্ট্রেলিয়ার শহর-গ্রাম সবখানেই দেখা মেলে করেলা পাখি। খুবই শক্তিশালী এই পাখি ঠোঁট দিয়ে ঠুকে নষ্ট করে দিতে পারে ঘর, কাঠের জিনিসপত্র ও বৈদ্যুতিক লাইন। ফসলি জমির কীট-পতঙ্গ খেয়ে ভারসাম্য রক্ষা করে। তবে অনেক ক্ষেত্রে ফসলের ক্ষতি করে বলে মনে করেন গবেষকরা।
পাখিগুলোর মরদেহ উদ্ধার করেছে পুলিস এবং বন বিভাগ। পুলিশের ধারণা, ফসল রক্ষায় দেয়া বিষে মারা গেছে পাখিগুলো।
তবে প্রাথমিক তদন্তে চিকিৎসকেরা জানান, বিষক্রিয়া হয়েই মারা গেছে করেলা পাখিগুলো। শিকারিরা এমন বিষ ব্যবহার করে, যা মূলত ধীরে কাজ করেছে শরীরে। তবে বিস্তারিত জানা যাবে দেহের ময়নাতদন্তের পর।