ফের কক্সবাজারে ভেসে এলো মৃত ডলফিন (ভিডিও)

কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে ভেসে আসে মৃত ডলফিনটি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত তিমি ভেসে আসার রেশ কাটতেই আবারো ভেসে এসেছে মৃত ডলফিন। পহেলা জুলাই, বুধবার বিকেলে সৈকতের শৈবাল পয়েন্টে ডলফিনটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন সেইভ দ্যা নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ দাবি করেন, ”ডলফিনের মরদেহটিতে আঘাত রয়েছে। এতে পেটের নাড়িভুড়িও বেরিয়ে এসেছে।” সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক অন্তর দে বিশাল মৃত ডলফিন ছবি এবং ভিডিও ধারণ করেছেন বলেও উল্লেখ করেন মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, ”মৃত্যু হয়েছে বেশিক্ষণ হয়নি, তবে সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ হলেও কক্সবাজারের বিভিন্ন পয়েস্টে মাছ ধরার বেশ কিছু ট্রলারকে মাছ ধরতে দেখা যায়। সেগুলোর কোন একটি ট্রলারের জালে আটকা পড়ে বা জেলেদের মাধ্যমে আহত হয়েও ডলফিনটির মৃত্যু হতে পারে।”

বনবিভাগের ময়নাতদন্ত প্রতিবেদনে ভিত্তিতে ডলফিনটি মারা যাওয়ার কারণ জানা যেতে পারে বলেও জানান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ।

গেল পাঁচ মাসে বঙ্গোপসাগরের প্রায় ১৫টি ডলফিন ও দুটি তিমির মরদেহ কক্সবাজার সৈকতে ভেসে আসার তথ্য দিয়েছে পরিবেশবাদী সংগঠন সেইভ দ্যা নেচার বাংলাদেশ। যেগুলোর বেশিরভাগরেই দেহে ক্ষত ও আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করেছে সংগঠনটি।

ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) হিসাবে, ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের জলসীমায় দুইশ’র মত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর মারা যাওয়ার ঘটনা ঘটেছে, যেগুলোর বেশিরভাগই ডলফিন।

এদিকে একের পর এক সাগরের ডলফিন-তিমির মতো বন্যপ্রাণী মারা যাওয়ার ঘটনা বাড়লেও এনিয়ে বাংলাদেশ বনবিভাগ কোন উদ্যোগ নেয়নি বলে দাবি করেছেন বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা।