ঢাকার পরিবাগ মার্কেটে অভিযান: উদ্ধার শতাধিক বন্যপ্রাণীর ট্রফি

Photo: Bengal Discover

বাংলাদেশের রাজধানী ঢাকায় পরিবাগ সুপার মার্কেটে অভিযান চালিয়ে চিতাবাঘের চামড়াসহ শতাধিক প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ জব্দ করেছে বন বিভাগের অপরাধ দমন ইউনিট।

সোমবার, ২১ অক্টোবর বিকেলে ওই অভিযানে মার্কেটির ক্র্যাফট কর্নার নামে একটি শোরুমে বিপুল পরিমান বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়।

বন বিভাগের পরিদর্শক অসীম মল্লিক বেঙ্গল ডিসকাভার-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে বনবিভাগ। এ সময় চিতাবাঘ, বন বিড়াল, সাপসহ বিভিন্ন প্রাণীর শতাধিক চামড়া ও হরিণের একটি শিং উদ্ধার করা হয়।

বন্যপ্রাণীর শরীরের অংশ দিয়ে তৈরি ব্যাগ ও বিপুল পরিমাণ আসবাবপত্রও জব্দ করা হয়েছে, জানান অসীম মল্লিক। বন বিভাগ জানায়, চিতাবাঘসহ ১০ প্রজাতির বিপন্ন বন্যপ্রাণীর ২৮৮টি চামড়া ও ট্রফি জব্দ করা হয় অভিযানে। দুইজনকে এক বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ নেয় র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী ধরা, হত্যা, খাওয়া, ক্রয়-বিক্রয়, পাচার ও দখলে রাখা বা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী দেশের সম্পদ, জীবন-জীবিকা ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী-সংক্রান্ত অপরাধ দমনে কাজ করছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।