‘ভিক্ষা’ হিসেবে নেয়া হচ্ছে গাছ!

বৃক্ষ-ভিক্ষা কার্যক্রম। ছবি: সংগৃহীত

পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে নানান কর্মকাণ্ড বেছে নিয়েছেন বিশ্বব্যাপী সচেতন মানুষেরা। এবার তেমনই এক অভিনব কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশের সিলেটের একদল তরুণ প্রকৃতিপ্রেমী।

বৃহষ্পতিবার সিলেট বিভাগীয় বৃক্ষমেলার প্রাঙ্গণে ‘বৃক্ষভিক্ষা’ কর্মসূচি শুরু করে ‘ভূমিসন্তান বাংলাদেশ’ সংগঠনের কর্মীরা।

সংগঠনটির সমন্বয়ক আশরাফুল কবীর বলেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, পাল্টে যাচ্ছে জলবায়ু আর এরসঙ্গে অস্তিত্ব সংকটের দিকে যাচ্ছি আমরা। এ অবস্থা থেকে পরিত্রাণের অন্যতম উপায়, বৃক্ষরোপণ।

“বৃক্ষভিক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে গাছ কিনতে এবং রোপণে উৎসাহিত করা হবে। আর দান বা ভিক্ষা হিসেবে সংগৃহীত গাছ সিলেটের লাক্কাতুরা চাবাগানস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় রোপণ করা হবে,” বলেন আশরাফুল কবীর।

এখন পর্যন্ত ১৩৯টি বৃক্ষ ভিক্ষা পেয়েছে সংগঠনটি। এর আগে গেলো বুধবার পরিবেশ বাঁচানোর আহবান জানিয়ে প্রচারপত্র বিলি করে পরিবেশবিষয়ক সংগঠনটি।

২০১৪ সালেও বৃক্ষভিক্ষা কর্মসূচির আয়োজন করে ভূমিসন্তান বাংলাদেশ। ওই সময় সংগৃহিত গাছ রাতারগুল জলারবনের পাশ্ববর্তী অঞ্চলে রোপণ করা হয়।