ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইজুড়ে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর প্রবল বৃষ্টিপাতের এ চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়েছে মুম্বাই নগর কর্তৃপক্ষ (বিএমসি)।
এর আগে শনিবার রাতেই আবহাওয়া অফিস পূর্বাভাস দেয়, রোববার থেকে শুরু হতে পারে অত্যন্ত ভারি বৃষ্টিপাত।
নগরবাসীকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নগর কর্তৃপক্ষের এক মুখপাত্র।
তিনি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, “অত্যন্ত ভারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনার বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে বিএমসি। দুর্যোগ মোকাবেলা সেলগুলোসহ নগর কর্তৃপক্ষের সব যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে।”
যেকোন পরিস্থিতিতে বিএমসির আওতাধীন এলাকাগুলোতে পর্যবেক্ষণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বিএমসির মুখপাত্র।
গেলো শুক্রবার রাতভর প্রবল বৃষ্টিপাতে উল্লাস নদীর পানি উপচে তীরবর্তী এলাকাগুলো ডুবে যায়। এতে মুম্বাইয়ের পাশ্ববর্তী কয়েকটি এলাকায় রেল যোগাযোগ ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন বহু মানুষ।