দাবানলের আগুন থেকে কয়েক শতাধিক প্রাণীকে রক্ষা করেছে সাহসী একটি কুকুর। নাম তার প্যাটসি। ইতিমধ্যেই বিশ্বের কোটি মানুষের নজর কেড়েছে সে। সম্প্রতি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং সার্ভিস এসবিএস নিউজের এক সংবাদে কুকুরটির সাহসিকতা নিয়ে সংবাদ প্রচারিত হয়।
অনুষ্ঠানে কুকুরটির মালিক বলেন, ইংরেজি নববর্ষের আগমূহুর্তে প্যাটসি আগুনের সঙ্গে পাল্লা দিয়ে ৯০০ ভেড়াকে নিরাপদ এলাকায় নিতে সাহায্য করেছে। প্যাটসির সাহায্য ছাড়া তার পক্ষে ভেড়াগুলোকে রক্ষা সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, তার কুকুর প্যাটসি ৬ বছর বয়সী। প্যাটসির নামে একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন তিনি। যার নাম ‘প্যাটসি দ্য করইয়ং ওয়ান্ডারডগ’। কুকুরটির এই সাহসী কাজে প্রশংসা করছেন বিশ্বের কোটি মানুষ।
প্যাটসির মালিক হিল বলেন, আগুন ছড়ানোর সময় বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। কয়েকটি ভেড়াও, কিন্তু প্যাটসি না থাকলে পালের প্রায় সব ভেড়াই মারা যেত। খুবই শান্তভাবে প্রাণীগুলোকে বাঁচানোর কাজে সাহায্য করেছে প্যাটসি। পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়লেও প্যাটসি শেষ পর্যন্ত সফল হয়। প্যাটসি এখন নিরাপদ এবং ভালো আছে বলে জানান তিনি।
গেল বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানলে অস্ট্রেলিয়ার কয়েক লাখ একর এলাকা পুড়ে গেছে। পুড়ে ছাই হয়েছে কয়েক হাজার বাড়ি-ঘর। মারা গেছে কমপক্ষে ২৫ জন মানুষ। সবচে বেশি মারা গেছে ১০০ কোটিরও বেশি বন্যপ্রাণি। সেইসঙ্গে ছাই হয়েছে কয়েক কোটি উদ্ভিদসহ অগণিত কীট-পতঙ্গ।