তেলের উৎপাদন বাড়াতে সহায়তা করবে সরকার

ফাইল ছবি

তেলের আমদানি নির্ভরতা কমাতে উন্নত ও অধিক ফলনশীল সরিষার আবাদ বৃদ্ধি করা হচ্ছে বাংলাদেশে। সরিষা দেশের প্রধান ভোজ্যতেল ফসল। তাই তৈলবীজ চাষের এলাকা ও উৎপাদন বৃদ্ধিতে সব উপকরণ প্রদানে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

সোমবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সরিষাবাড়ী গ্রামে উচ্চ ফলনশীল বারি সরিষা-১৪ এর আবাদ বাস্তবায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘মাঠ দিবস’ অনুষ্ঠানে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, সরিষা থেকে যে খৈল হয় তাতে প্রায় ৪০ শতাংশ আমিষ থাকে। এই খৈল গরু ও মহিষের জন্যও পুষ্টিকর খাদ্য। তাই দেশের মাটি ও আবহাওয়া উপযোগী নতুন নতুন তৈলবীজের জাত উদ্ভাবন করে ব্যাপক হারে আবাদ করতে হবে।

মন্ত্রী জানান, সরিষাবাড়ীর মোট ৪ লাখ ৭৭ হাজার হেক্টর জমিতে বারি সরিষা-১৪ চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন। যা থেকে উৎপন্ন হবে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন তেল।

কৃষি সচিব মো. নাসিরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংসদ সদস্য ইঞ্জি: মোজাফ্ফর আহমেদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল মুঈদ প্রমুখ।