ফের লঘুচাপ, বঙ্গোপসাগরে সতর্কতা সংকেত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সমুদ্রবন্দরগুলোতে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।

মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই লঘুচাপের প্রভাব পড়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গেও। আলিপুর আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।