
অজগর, কালনাগিনী ও কোবরাসহ তিনটি সাপ দিয়ে অনুষ্ঠানে আগত অতিথিদের খেলা দেখাচ্ছিল বাংলাদেশের রাজধানী ঢাকার সিক্স সিজনস নামের একটি হোটেল। তবে গতকাল রোববার বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট শুলশানের অবস্থিত হোটেলটিতে অভিযান পরিচালনা করে।
বন বিভাগের পরিবদর্শক সঞ্জয় জানান, “অবৈধভাবে অজগর সংরক্ষণের অভিযোগে সিক্স সিজনস অভিযান পরিচালনা করে সাপগুলো উদ্ধার করা হয়। আমরা রোববার বিকেল ৪টার দিকে হোটেলে প্রবেশ করে দেখি সাপুরে খেলা দেখাচ্ছে। সেখান থেকে সাপগুলো উদ্ধার করি। আর দুই নারী সাপুরেকে সতর্ক করি।”

বন বিভাগ জানায়, সিক্স সিজনস হোটেল কর্তৃপক্ষ ‘হন্টেড হাউজ’ নামে গত ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করে সাপের খেলা দেখিয়ে আসছিল।
এজন্য আগত অতিথিদের কাছ থেকে ১৮শ টাকার প্রবেশ মূল্যে নেয়ার পাশাপাশি অনুষ্ঠানটি ফেসবুকে লাইভও করা হতো বলে জানায় বন বিভাগ।

“তারা আর কখনো অবৈধভাবে সাপ সংরক্ষণ করবে না বলে মুচলেকা দিয়েছে। তাই তাদের ছেড়ে দিয়েছি। এছাড়াও হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে,” উল্লেখ করেন বন বিভাগের পরিদর্শক সঞ্জয়।