
বাংলাদেশের চট্টগ্রামে কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে চলছে মাছ আহরণ। এতে নদীর প্রাণ- মা মাছ হুমকির মুখে। বারবার অভিযান চালিয়েও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হিমশিম অবস্থা প্রশাসনেরও।
জানা গেছে, জেলার হাটহাজারী উপজেলায় প্রবাহিত নদীতে মা মাছ সংরক্ষণে এবং নদী দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। গেল ২৫ জুনও অভিযান চালিয়ে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেন তিনি। এদিন উপজেলাটির সত্তার ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত প্রায় ছয় ঘন্টাব্যাপী অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, সরকার হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে সারা বছর নদীতে মাছ ধরা নিষেধ। এরপরও কতিপয় ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে জাল দিয়ে মাছ শিকার করে আসছে।
”যারা হালদা নদীর মা মাছের অনুকূল পরিবেশ ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তাদের ছাড় দেয়া হবে না। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে,” উল্লেখ করেন ইউএনও রুহুল আমিন।