আদরের পোষা প্রাণীর পরিচ্ছন্নতার কৌশল

প্রাণিপ্রেমী ইতি ইসলাম সব সময় নিজের পোষা প্রাণীটির পরিচ্ছিন্নতার বিষয়ে সচেতন থাকেন। ছবি: বেঙ্গল ডিসকাভার

প্রাণীর প্রতি ভালোবাসার বর্হিপ্রকাশ হিসেবে বাড়িতে কোন না কোন পোষ্য রাখেন প্রাণীপ্রেমিরা। আদরের প্রাণীটির ত্যাগ করা বর্জ্য পরিস্কারে একবিন্দুও ছাড় দেন না অনেকেই। তবে বিষয়টি আরো সহজে সমাধান করতে জেনে নিন কিছু পদ্ধতি।

বিড়াল অল্প পানি পান করে, এতে দুর্গন্ধ হয় প্রস্রাব। তাই সবচে উপযুক্ত হলো বিড়ালকে পটি ট্রেইনড করা। এজন্য একটি বাক্সে বালি রেখে বা লিটার কিনে জায়গা বানিয়ে দেয়া যায়। যা নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করে দিতে হবে। নির্দিষ্ট স্থান ছাড়া প্রস্রাব বা পটি করলে বেকিং সোডা দিয়েও জীবাণুমুক্ত করা যায়। তবে বাজারে সুগন্ধি কিনতে যায়, যা ব্যবহার করলে আবারো ওই স্থানে বিড়াল যেতে নিরুতসাহিত হয়।

বিড়ালের বমি করলে ধোঁয়ার মতো কোন আসবাব বা কাপড় হলে প্রথমেই তা ধুয়ে নিন। যতো দেরি করবেন এক্ষেত্রে দুর্গন্ধ ততোই বেশি ছড়াবে। ধোঁয়া না গেলে চামচ, ছুড়ি বা এ জাতীয় জিনিস দিয়ে তুলে ফেলতে হবে। টিস্যু বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পানি বা স্প্রে দিয়ে দিয়ে শুকনা তোয়ালে দিয়ে মুছে জীবাণুনাশক স্প্রে করুন।

কুকুরের ভেজা বা শুকনা প্রস্রাব দুর্গন্ধ ও জীবাণু ছড়ায়। ভেজা প্রস্রাবের ক্ষেত্রে টিস্যু পেপার দিয়ে শুষে তারপর পরিষ্কার তোয়ালে দিয়ে চাপ দিতে হবে। নতুন টিস্যু ও তোয়ালে দিয়ে আবার একইভাবে পরিষ্কার করতে হবে। শুকিয়ে গেলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে বেকিং সোডার তরল স্প্রে করে নিতে হবে। এরপর আবার ভ্যাকুয়াম করে নিতে হবে।

পোষা প্রাণীর গায়ের ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায় তাই নিয়ম করে গোসল করাতে হবে। গোসলে শ্যাম্পু বা ভিনেগার মিশ্রিত পানি ব্যবহার করা উচিত।

প্রাণীর বিছানা পরিষ্কার করার ক্ষেত্রে আগে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরে বেকিং সোডা দিয়ে কাপড় ধুয়ে নিন। দুর্গন্ধ দূর করতে এনজাইমিক ক্লিনার ব্যবহার করতে পারেন। সোফা বা প্রাণী বহনের বাক্সে দুর্গন্ধ দূর করতেও নিয়মিত পরিষ্কারের বিকল্প নেই। এয়ার পিউরিফায়ার ব্যবহারের বদলে ওজোন জেনারেটর ব্যবহার করুন। ঘরের দুর্গন্ধ দূর করতে এটি বেশ কার্যকর।

সব থেকে গুরুত্বপূর্ণ হলো পোষা প্রাণীর নিরাপত্তা ও সুস্থতায় টিকা বা ভ্যাকসিন দিতে হবে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অতিরিক্ত দুর্গন্ধ ও ঘর নোংরা হবে না।