খাবার ভেবে প্লাস্টিক খেয়ে গত চার মাসে পশ্চিম জাপানের নারা পার্কে মারা গেছে নয়টি হরিণ। সম্প্রতি ওয়াইল্ড লাইফ গ্রুপের বরাত দিয়ে বুধবার বিবিসি’র সংবাদে এ তথ্য জানানো হয়।
জাপানের নারা হরিণ প্রিজারভেশন ফাউন্ডেশন বলছে, গেলো চার মাসে ১৪টি হরিণের মৃত্যু হয়। এরমধ্যে ওই নয়টি হরিণের পাকস্থলীতে প্লাস্টিক বর্জ্য মিলেছে। ময়নাতদন্তে একটি হরিণের পাকস্থলীতে বর্জ্য চার কেজি পর্যন্ত বর্জ্য পাওয়া গেছে।
গেলো বুধবার (১০ জুলাই) সেচ্ছাসেবকদের একটি দল পার্কটি থেকে ৩১ কেজি প্ল্যাস্টিক বর্জ্য পরিষ্কার করেন।এরপরই অনুমোদন ছাড়া বাড়তি কোন খাবার প্রাণীদের না দিতে পর্যটকদের সতর্ক করে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
নারা পার্কটি জাপানের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র। প্রায় ১২০০ হরিণ বিচরণ করে পার্কটিতে। পার্কের মন্দির ও কুঠিরের আশেপাশে জড়ো হলে, পর্যটকরা হরিণগুলোকে খাবার দিতে পারে।
জানা গেছে, চিনিমুক্ত ক্র্যাকার্স দেয়ার অনুমতি থাকলেও অনেক পর্যটক অন্যান্য খাবারও দিয়ে থাকেন। পর্যটকদের ফেলা দেয়া প্যাকেটে খাবারের গন্ধ পাওয়াতে হরিণ খাবারবস্তু মনে করে প্ল্যাস্টিক ব্যাগ এবং বর্জ্য খেয়ে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।