রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার মালাকু দ্বীপ।স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে অনুভূত হওয়া কম্পনটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার দূরে।
এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। হুড়মুড় করে নেমে আসেন সড়কে। এখন পর্যন্ত সুনামির কোনও সতর্কবার্তা জারি হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর বলছে,কম্পনটি বেশ জোরেই অনুভূত হয়। আতঙ্কে রাস্তার পাশেই অবস্থান করেন অনেকেই। এখনো ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে গেলো সপ্তাহে একই এলাকায় ৬ দশমিক ৯ মাত্রার ভূকম্পন হয়েছিল। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর মাঝে অবস্থিত অঞ্চল, তাই দেশটিতে ক’দিন পর পরই হচ্ছে ভূমিকম্প।
গত বছরও ৭.৫ মাত্রার ভূকম্পন হয়ইন্দোনেশিয়ার পালুতে সুলায়েসি আইল্যান্ডে, সঙ্গে সুনামি। এতে ২২০০ মানুষের নিহত হন, অনেকেই নিখোঁজ হন।
সবচে বড় ভূকম্পন হয়েছিল ২০০৪ সালের ২৬ ডিসেম্বর, মাত্রা ছিল ৯.১। সুমাত্রা উপকূলের ওই কম্পনে সুনামিতে ২ লাখ ২০ হাজার মানুষ মারা যান। এরমধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মারা যায় ১ লাখ ৭০ হাজার মানুষ।