ডিম বাঁচাতে মা পাখির আর্তি

ডিম রক্ষায় চলন্ত ট্রাক্টরের সামনে দাঁড়িয়ে মা পাখির আর্তি। ছবি: সংগৃহীত

খোলা মাঠে ডিম পেড়েছিল মা পাখি। এরপর আশপাশেই খাবারের খোঁজে ঘুরছিল। হঠাৎ-ই একটি ট্রাক্টর এগিয়ে যাচ্ছিল, মুহুর্তেই গুড়িয়ে যাবে ডিম। কিন্তু একই বলে মায়ের নি:স্বার্থ ভালোবাসা, নিজ জীবনের মায়া ত্যাগ করে চলন্ত ট্রাক্টরের সামনে ঠায় দাঁড়িয়ে রইল মা পাখি। নড়ল না একচুলও। এমনই এক ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ডিম রক্ষা করতে ডানা ছড়িয়ে চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা-তদবির করছে। যেন আর্তি করে বলছিল- ‘একটু রহম করো, আমার ডিমগুলোকে নষ্ট করো না।’ যা দেখে অনেকেই আবেগে আপ্লুত হন।

জানা গেছে, এই ঘটনা চীনের উলানকাব শহরের। চালক মা পাখির আর্তি দেখতে ভুল করেননি। তিনি দ্রুত থামিয়ে দেন ট্রাক্টর। এরপর নেমে বোতলের কিছু পানি দেন মা পাখিটিকে। প্রবল গরমে মা পাখির প্রতি চালকের এমন ব্যবহার বাহবাও পেয়েছে বেশ।

ভিডিওটি যেন বিশ্বে মায়ের ভালবাসার প্রতীক হয়ে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে টুইটারে দেখে কয়েক লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। মানুষ বা যে কোনো প্রাণী বা পাখি হোক না কেন, মায়ের ভালবাসা সব ক্ষেত্রে একইরকম। মায়ের ভালবাসা ও বাচ্চাকে বাঁচাতে জীবন বাজি রাখার মতো অসংখ্য নিদর্শন আছে। কিন্তু এই মা পাখির ভালবাসা যেন তৈরি করেছে আলাদা মাত্রা।