
জাতীয় চিড়িয়াখানার এসেছে নতুন দু’টি বাঘ। জাতে ডোরাকাটা বেঙ্গল টাইগার হলেও বাঘ দু’টি এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে।
দেশটির মিসটিক মাঙ্কিস অ্যান্ড ওয়াইল্ডলাইফ পার্ক থেকে আনা হয়েছে বাঘগুলো। আরো দু’টি বাঘ একই দেশ থেকে আনা হবে বলে জানিয়েছে মিরপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
নতুন আসা বাঘ দু’টি ভাই-বোন, যার একটি বাঘ ও অপরটি বাঘিনী। চিড়িয়াখানায় আনার পর দু’টি খাঁচায় আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে বাঘ দু’টিকে। আলাদাভাবে দেয়া হচ্ছে খাবারও।
বাঘটির ওজন আনুমানিক ২৪০ কেজি, বাঘিনীর ওজন ২২০ কেজি। বাঘগুলোকে নিয়ম করে প্রতিদিন দেয়া হচ্ছে মোট ১১ কেজি মাংস। বাঘিনীর চেয়ে বাঘটি বেশি মাংস খাচ্ছে। ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়ানো হবে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ওয়াইল্ডলাইফ পার্কে বেড়ে ওঠা বাঘ দু’টি মূলত ইংরেজি কমান্ড শোনে বলে জানিয়েছে ঢাকা চিড়িয়াখানার তত্বাবধানকারীরা।
তাই অনেক ক্ষেত্রে বাঘগুলো নতুন পরিবেশের ভাষা বুঝে উঠতে পারছে না বলে জানান তত্ত্বাবধানকারী মো. ফারুক।
“কয়েক দিনের মধ্যে নতুন আসা বাঘ ও বাঘিনী দুটির নাম দেয়া হবে,” জানান জাতীয় চিড়িয়াখানার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান। নাম ঠিক করতে বৈঠক করবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, উল্লেখ করেন তিনি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ আফ্রিকা থেকে এ মাসে আরো দুটি বাঘ আনা হবে। এরমধ্যে একটি বাঘ ও একটি বাঘিনী রয়েছে।
১০ জুলাই আনা বাঘটিকে জুলাই মাসের শেষে যে বাঘিনীটিকে আনা হবে, সেটির সঙ্গে একই খাঁচায় রাখা হবে। একইভাবে অন্য দুটি বাঘও বাঘিনীকে আলাদা সংসার করে দেয়া হবে।
দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গল টাইগার আনার কারণ সম্পর্কে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর এস এম নজরুল ইসলাম বলেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাঘগুলো কেনা হয়েছে। বাংলাদেশে সুন্দরবনের বাঘ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।
প্রতিবেশী ভারতও বাঘ কেনাবেচা করে না। তাই দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণী পার্ক থেকে বাঘ সংগ্রহ করতে হয়েছে। ২১ দিন পর্যবেক্ষণ করে বাঘগুলো প্রদর্শন করা হবে।
নতুন দুটি নতুন বাঘ নিয়ে চিড়িয়াখানায় এখন বাঘের সংখ্যা ৬টি। এরমধ্যে চারটি বাঘ ও দুটি বাঘিনী রয়েছে। জ্যোতি নামের বাঘিনীটি বাংলাদেশের সুন্দরবনের বেঙ্গল টাইগার। বাকি পাঁচটি দক্ষিণ আফ্রিকার। আরো দুটি বাঘ এলে সংখ্যা হবে ৮টি।
“বর্তমানে ঢাকা চিড়িয়াখানার তিনটি বাঘের বয়স ১৬ বছরের বেশি। এরমধ্যে রাজা নামের বাঘটির বয়স ১৭ বছরের বেশি। কিছুদিনের মধ্যে বয়স্ক বাঘগুলো প্রদর্শনের অনুপযুক্ত হবে,” জানান কিউরেটর এস এম নজরুল ইসলাম।
এছাড়া চলতি মাসে বাঘ ছাড়াও দুটি চিতা, দুটি ইম্পালা ও তিন ক্যাঙারু জাতীয় চিড়িয়াখানায় আসবে বলে জানান তিনি।